প্রভাত আসার পথে ছিল... রাত্রি বুঝে গেছিলো তাকে বিদায় নিতে হবে... চমৎকার পূর্ণ ভাবে সজ্জ্ব ছিলো... তবে সে স্নিগ্ধতার দিব্য রুপ ধারন করলো... রাত্রি কে ধীরে ধীরে হত্যা করলো... সকাল কে স্তন পান করিয়ে সক্তি প্রদান করলো... অন্যদিকে সূর্য তড়িঘড়ি করে আসছিলো... মৃত্যুর আগে তাকে পৌঁছাতে হবে... অকাল মৃত্যু আটকাতেই হবে... নাহলে যে নিয়তি পরাস্ত হবে।
Learn More10/2/2005